বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪৭ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪৭

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


পঞ্চুরচক; ২০-০১-২০২১; সন্ধ্যা ৬:৩২; নামছে যেন ৷ লিফ্টে ৷ নেমেই গেল ৷ এখন আলু ৬টাকা ৷ শাকসব্জী ১০টাকার মধ্যেই ৷৷ বাজারের ব্যাগ থেকে ৷ একটা আটপৌরে সৌন্দর্য ৷ হাসতে হাসতে ঘুরছে ফিরছে ৷৷ ওহে সময় ৷ হিমঘর লোড হওয়ার সময় ৷ কেন থাকো ! কুটুম্বের মতো ৷ এতো অল্প সময় ৷৷ ওজনদাঁড়ি ৷ মেপেই চলেছে কৃষিবৈষম্যের যাবতীয় গুণমান ৷৷ মানিব্যাগ ৷ একেক জনের কাছে ৷ একেক রকম অর্থবহ ৷৷ শীত সরে যাচ্ছে ৷ গাছের পাতারা হলুদ হয়ে যাচ্ছে ৷ পাতারা ঝরতে ঝরতে ৷ শিখে নিচ্ছে ৷ আটপৌরে সৌন্দর্যের মানে ৷৷ সময় ৷ নিরন্তর অর্থবহ ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...