শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

আটপৌরে কবিতা ২৬৮-২৭০ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ২৬৮-২৭০ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা



আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
------------------------
২৬৮.
রাধাবাজারের কামরাঙা বিক্রেতার
মুখটি
কৃষ্ণনগরে শিল্পীর ভাস্কর্য সূক্ষ্মতার
২৬৯.
কামরাঙার ভেতরে ঢুকছি
বেরোচ্ছি
হয়তো সূর্যের শৃঙ্গার হচ্ছে
২৭০.
কামরাঙা ঝরে পড়ছে
সেইখানে
যেখানে অপেক্ষায় আছো হরষে

1 টি মন্তব্য:

  1. পাঠক ক্রমশ কামরাঙা থেকে রাঙাকামের হৃদয় রাঙানির কাছে পৌঁছে যাচ্ছে।কবি নিশ্চয় পাঠকের জয়গাথা বাসন্তিক অস্মিতায় লিখে ফেলবেন।

    উত্তরমুছুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...