শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

কিছু বই কিছু কথা ২৭০। নীলাঞ্জন কুমার || অন্যবোধ । কৃষ্ণকিশোর কবিরাজ । সমাকৃতি প্রকাশ

কিছু বই কিছু কথা ২৭০। নীলাঞ্জন কুমার




অন্যবোধ । কৃষ্ণকিশোর কবিরাজ । সমাকৃতি প্রকাশ
 


' পোড়ে না কবির ছবি কখনো আগুনে ' নয়তো
' কীটদগ্ধ পৃথিবীর গভীর অসুখ/ শ্বাস নিতে নাই কোন সুখ । ' এর মতো কবিতার সামনে দাঁড়িয়ে এক পরিচ্ছন্ন চিন্তার ভেতর দিয়ে গড়া কবি কৃষ্ণকিশোর কবিরাজের ক্ষুদ্র কাব্য পুস্তিকা ' অন্যবোধ ' পড়ে সুখের শ্বাস ফেলি । তাঁর শিরোনামহীন ছোট ছোট তেরটি   কবিতার ভেতর দিয়ে গড়া এই পুস্তিকায় কবি প্রকৃতই অন্যবোধের কবিতা উপহার দিতে সচেষ্ট হয়েছেন । যদিও দু-একটি কবিতা বাতিল করলে বইটি আরো সুন্দর হতে পারতো ।
           কবির কবিতার ভেতর  প্রচ্ছন্ন শ্লেষ,  প্রতিবাদী দিক,  বোধের গভীরে যাবার স্বাদ বিদ্যমান । যেমন:  ' দেখছেন না-  কালো চামড়ার উপর/ সাদা পোশাকের আড়াল নিয়ে/  কেমন ব্যক্তিত্বময় হয়ে উঠেছি ! ' , ' পৃথিবীর সমস্ত সম্পত্তি পক্ষপাতি কেড়ে নেয়/  আমাদের ঘামঝরা বিষণ্ণতা সারারাত জাগে । ' ইত্যাদি ইত্যাদি ।
             কবির সার্বিক উপলব্ধির সামনে দাঁড়িয়ে দেখি তার মনের ভেতর ক্রিয়াকলাপ ছুঁয়ে থাকে এক গোপন তারে,  তার ভেতর দিয়ে নতুন সুরের ঝঙ্কার বেজে ওঠে ।  ' অন্যবোধ ' তাই অন্য বোধে নিয়ে যেতে ব্যর্থ হয় না । উৎপল চক্রবর্তীর  প্রচ্ছদ মান উপযোগী নয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...