শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৯০ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৯০ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা

শব্দব্রাউজ ৯০। নীলাঞ্জন কুমার 

তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২৯।১। ২০২১ সকাল ৯টা ৩০মিনিট । বিধিসম্মত সতর্কতা থাকলেও কি সেই বিধি মেনে চলি?  সকালে উঠে রাস্তায় হাজারো সতর্কীকরন আমাদের সামাজিকতা শেখায় ! আমরা তবু বেহিসেবি হয়ে পড়ি । স্বভাবগত ভাবে ।


শব্দসূত্র:  বিধিসম্মত সতর্কীকরন


বিধিসম্মত  সব কিছু হয় না  বলে  আমরাও আপন তালে গান গাই । জেগে উঠি নিজেরমতো করে । রবীন্দ্রনাথের ' তাসের দেশ ' এর নিয়মবিধি মানা হরতন  চিড়িতন হতে চাই না বলে ' বাঁধ ভেঙে দাও ' গান চেঁচিয়ে গেয়ে উঠি । সত্যি বলছি, বিধি ভাঙার যে আনন্দ তা অনুভবে এলে নিজেকে বীরপুরুষ কিংবা শক্তিমান মনে হয় । নেশা পেয়ে বসে ।


সতর্কীকরনে হাজারো শাসন । কত আর শাসন মানা যায়!  ছোটবেলা থেকে না শুনতে শুনতে কখন না যে সব হ্যাঁ হয়ে যায় বুঝিনা। শাসন চলে নিয়মে বাঁধা বকলস পরিয়ে হাঁটানোর জন্য । সকলের কাছে ভালোমানুষ  সাজানোর জন্য ।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...