বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৬৬ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৬৬ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ  ৬৬ ।  নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড,  বিপাশা আবাসন ৫। ১। ২০২১ সকাল সাড়ে আটটা । সেলফোনে লাইক কমেন্ট শেয়ার দেখার আগ্রহ মাঝেমধ্যে চেপে বসে মনে । কবিবন্ধু নন্দিতা আর অচিন্ত্য দার ফোন বেজে উঠলে তাদের কন্ঠ শুনি  । কথা বলে সময় যায় । অজান্তে ।


শব্দসূত্র:  সেলফোন । প্রশ্ন । সময় ।


কবি অচিন্ত্য দা কিংবা কবি  নন্দিতা সেলফোনে কথা বললে উত্তর দিতে দিতে কখন যে সময়ের পর সময় অজান্তে সরে ! আমার ও তাদের কন্ঠ যোগাযোগ কত কাছে । তবু কত দূরে!  এ অনিবার্য বলে আমরা সবাই নিজের মতো । তবু দুপুরে ছুটে আসে কুশল জিজ্ঞাসা । কথায় বার্তায় কত আন্তরিকতা ! অজান্তে সময় সরে যায় ।


প্রশ্ন থাকলে আধার বাড়ে । হাজারো কথা বললেও আরো কত কথা জড়ো হয় । অনুসন্ধিৎসা নিয়ে এই জীবন এমনি করে ।


সময় মুঠোবন্দি করতে চাইলে ঘোড়াও হেসে ওঠে ।সময় হীন কোথাও যাবার জন্য উদগ্রীব থাকলেও সময় বেঁধে রাখে । এই ভবিতব্য,  শৈশব কৈশোর যৌবন বার্ধক্য সমতার সঙ্গে ছুটে চলে । তারপর বিনাশ । তারপর?







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...