শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৮৯ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৮৯ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা




শব্দব্রাউজ ৮৯। নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২৮। ১। ২০২১ সকাল ৮টা ৫০মিনিট  । রসে বশে  থাকা জীবনকে পাওয়া ও না পাওয়ার ভেতরে ছুঁয়ে থাকে সময় । প্রাত্যহিক রসে বশে থাকার বাসনা তাড়িয়ে মারে ।



শব্দসূত্র : রসে বশে রাখি
   

           
              রসে টৈটম্বুর জীবনের মানে থেকে
               সুখ খোঁজার যে ইচ্ছে,  তাকে
               নিয়ে চলুক জীবন । রূপক হয়ে
               পাশে  থাক । নিখোঁজ হয়ে যাক
               শোক তাপ !




                 সেই ইচ্ছের বশে আমিই। পার্থিবতার
                 বাইরে এভাবেই নিজেকে খুঁজি । যাকে
                 বুঝি চিন্তনের ভেতরে । সে আমায়
                 ছুঁয়ে থাক দিনরাত ।



                  রাখি আনন্দে । আজীবন ।
                  ওঁ শান্তি ওঁ শান্তি বলে মাখি
                  আনন্দ । রোজকার বাঁচা
                  এভাবে ভরে থাক ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...