চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৬
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ২৯-০১-২০২১; সকাল ৯:৩১; সংঘর্ষে মেতেছে ৷ সূর্য ৷ কুয়াশার ওপ্রান্তে ৷ সূর্য তো জিতবেই ৷৷ হারতে শেখেনি ৷ আলো ৷৷ ব্যালকনিতে ৷ সদ্য ফোটা ৷ ফুলে ৷ আশীর্বাদ ৷ ছড়িয়ে দেবেই ৷৷ ভাবতে ভাবতে ৷ এসব ৷৷ হারিয়ে যেতে যেতে ৷ অন্তর্চেতনায় ৷৷ কেটো গেলো ৷ কিছুটা সময় ৷৷ কুয়াশা সরিয়ে ৷ হেসে উঠলো ৷ সূর্য ৷৷ ভালো লাগলো ৷ ভালো লাগলো ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন