কিছু বই কিছু কথা ২৬৮। নীলাঞ্জন কুমার
এসো শব্দ । সুব্রত গঙ্গোপাধ্যায় । অন্তরীপ প্রকাশন । পনেরো টাকা ।
' সময় সময়/ আলো আঁধারির ঘোমটা টেনে নিয়ে দুঃখ মুখ ঢাকে । ' ( ' দুঃখের ঘরবাড়ি আছে ') র মতো পংক্তি মাধুর্যে যে কবিতা গড়ে ওঠে তা পড়তে পড়তে কবিতা পড়ার নেশা বাড়ায় কবি সুব্রত গঙ্গোপাধ্যায়ের তৃতীয় কাব্যগ্রন্থ ' এসো শব্দ ' । এক ফর্মার এই কবিতা প্রয়াসের বারোটি কবিতার ভেতরে তিনি আপাত আটপৌরে চেতনার মধ্যে দিয়ে চারিয়ে দেন তাঁর প্রিয় ভাবনা, তা এই কাব্য পুস্তিকা থেকে শিক্ষণীয় । যেমন কবি ' অন্য হিসেব ১' কবিতায় অনেক সাধারণ কথা বলতে বলতে শেষে এসে বলেন: ' তাহলে শিল্পের আছে হিসেবের বাইরের হিসেব । তাই হোক / হয়তো সুপারবিল্ট এরিয়ার নিখুঁত সমার্থক/ ওই দুটি চোখ । ' আপ্লুত করে । কিংবা, ' এই সেই সময় ' কবিতাতে ' আমার ছাপোষা জীবন যাপনের অতল থেকে/ জেগে উঠছে একটা দৃষ্টিকোণ - / রাত্রি মানে কি দিনের শেষ , / নাকি পরদিন সকালের অগ্রিম সূচনা! '
' এইভাবে আমরা টের পেয়েছিলাম / বাংলা কবিতা কখন যেন প্রণবেন্দু হয়ে উঠেছিল ।' ( প্রণবেন্দু নেই ' ) , ' দেখি আমারই অজান্তে কখন যেন আমরা/ একাকার হয়ে রচনা করেছি এক বিষণ্ণ যুগলবন্দী ।' ( যুগলবন্দী ') - র মতো ঘন পংক্তি বারবার ঘুরতে থাকে চেতনায় । এখানে কবি সুব্রত গঙ্গোপাধ্যায়ের সার্থকতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন