সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৭১ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৭১|| নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৭১ । নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ১০। ১। ২০২১ সকাল সাড়ে আটটা । অনন্ত শব্দের সঙ্গে আপনা থেকে ' ঢেউ গোনা ' শব্দটি কি করে মনে আসে তার হদিস খুঁজতে খুঁজতে এই ' অনন্ত ঢেউ গোনা ' শব্দব্রাউজের শব্দসূত্রটি হয়ে গেল ।


শব্দসূত্র  : অনন্ত ঢেউ গোনা


অনন্ত ভালোবাসাবাসি কিংবা অনন্ত ঘৃণার ভেতরে যে পার্থক্য তাও কেন ঘৃণা ভালোবাসায় আর ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হওয়ার চিন্তা মনে ভাসে! অনন্ত প্রাত্যহিক ঘটনাবলী মুছে যেতে যেতে যেটুকু অবশেষ থাকে তাকে সঙ্গী করে আমাদের পথ চলা  কি সহজসাধ্য!  অনন্ত শব্দের সঙ্গে মিশে থাকে শেষ না হওয়া বার্তা । তবু অনন্তেরও আপেক্ষিকতা থাকে ।খুশি মনে মেনে নিতে হয় । বিনাশ এগোচ্ছে নিজের মতো করে  ।ভাবলেই ' অনন্ত ' হাস্যকর হয়ে ওঠে ।



ঢেউ আর সমুদ্র অঙ্গাঙ্গী বলে সামুদ্রিক অনন্ত ঢেউ দেখতে ছুটি । কবিতা লিখি পাতার পর পাতা ।জন্মজন্মান্তর এ ঢেউ থাকবে । আমাদের ভেতরে আনন্দ জাগিয়ে তুলবে । ঢেউ ভালোবেসে ফিরে যাবে,
আবার আসবে । আবার ....



গোনাগুনতির খেলায়  অনন্ত দাঁড়িয়ে থাকে না । সে মিশে থাকে সময়ের সঙ্গে গোনাগুনতির উর্দ্ধে । মানুষের
গুনতি সেখানে অসম্ভব ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...