সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৮ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৮

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

মেদিনীপুর; ১১-০১-২০২১; সন্ধ্যা ৬:৩৯; ক্যালেন্ডার ৷ দেওয়াল ৷ তারিখে অনর্গল ঢুকতে থাকা সময় ৷ সবাই প্রতিবাদী ৷৷ সবাই বিক্ষোভে অভ্যস্থ ৷ দেওয়ালে হাঁটতে থাকা টিকটিকিও ৷৷ অন করলেই ৷ টিভি ৷ দলত্যাগের তরজা বিনোদন জোগাচ্ছে ৷৷ ফুরাচ্ছে না ৷ খারাপ সময় ৷৷ হঠাৎ দুয়ারে এসে হাজির সরকার ৷ ক্যালেন্ডার মেনে ৷৷ পাড়ায় সমাধান ৷ স্পট টেন্ডার ৷৷ অসন্তোষ ৷ পিছু ছাড়ছে না তবু ৷৷ ক্যালেন্ডার থেকে ৷ একটা তারিখ থেকে ৷ বেরিয়ে আসছে একটা আলো ৷ রাত পোহালেই বিবেক দিবস ৷ শুরু হোক যোগ ৷ প্রতিটি তারিখে এক টুকরো আনন্দযোগ থেকে যাক ৷৷ || আনন্দ || 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...