শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

কিছু বই কিছু কথা ২৭৬ । নীলাঞ্জন কুমার || ছোটোদের সেরা আবৃত্তির ছড়া । সৌমেন সাউ সম্পাদিত

 কিছু বই কিছু কথা ২৭৬ । নীলাঞ্জন কুমার




ছোটোদের সেরা আবৃত্তির ছড়া । সৌমেন সাউ সম্পাদিত
। সহযাত্রী । আশি টাকা ।

কবি ও গল্পকার সৌমেন সাউ সম্পাদিত ' ছোটোদের সেরা আবৃত্তির ছড়া ' র ভূমিকায় সম্পাদক  লিখেছেন:  ' একেবারে শিশুদের মনের মতো করে সাহিত্য সৃষ্টি করা সত্যিই কষ্টকর ব্যাপার । কারণ ছোটদের জন্য সবসময়ই বড়দের কলম ধরতে হয় । ' তাই প্রচুর অসাধারণ ছড়ার পাশাপাশি বহু বাজে ছড়া বিভিন্ন পত্র পত্রিকা ও বইয়ের পাতায় ছাপা হয় আর তা অচিরে লুপ্ত হয়ে যায় । বাংলা সাহিত্যের সেরা শিশু ছড়াশিল্পীদের নিয়ে গড়ে তোলা সংকলনটিতে  সম্পাদকের বহু পরিশ্রম হয়েছে,  তার চিহ্ন এখানে বিদ্যমান । রবীন্দ্রনাথ,  যোগীন্দ্রনাথ সরকার থেকে আজকের তরুণ প্রজন্ম পর্যন্ত আঁতিপাতি খুঁজে সম্পাদক যেভাবে সংকলন প্রস্তুত করেছেন তা বাহবাযোগ্য ।
               বিশিষ্ট ছড়া শিল্পীদের সেরা ছড়া ছেঁকে নেওয়ার ক্ষেত্রে আমরা দেখি রবীন্দ্রনাথের ' দামোদর শেঠ ' থেকে অন্নদাশঙ্করের ' তেলের শিশি ' হয়ে আজকের রূপক চট্টরাজ,  ভবানীপ্রসাদ মজুমদারের উজ্জ্বল  ছড়াগুলি  সংকলনটিকে ঋদ্ধ করেছে । বলা যেতে পারে সংকলনটি শুধুমাত্র  শিশুদের তাৎক্ষণিক পাঠের জন্য নয় , সিরিয়াস পাঠক ও গবেষকদেরও বিশেষভাবেসহায়তা করবে ।
           প্রসঙ্গত উল্লেখ্য,  এই সম্পাদক আরো কিছু সংকলন গ্রন্থ সম্পাদনা করেছেন ও করছেন তার মধ্যে
' তিন শতাব্দীর কবিতা ' বিশেষ উল্লেখযোগ্য । অমিত দাসের প্রচ্ছদ সাধারণ মানের তবে প্রতিটি ছড়ার সঙ্গে অলংকরণ প্রশংসনীয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...