একা একা একা তুমি
বিপ্লব মাজী
আমি জানি
সামনেই কোথাও তুমি
একা একা হাঁটছ
একা একা
কত কি ভাবছ
আকাশ পাতাল
মাঝে মাঝে
মনে মনে মুথটিপে
হাসছ
পৃথিবীতে
ভালোবাসা কত ছোট
কত পলকা
তবুও মানুষ
স্বপ্ন দেখে চিরায়ত
ভালোবাসার
মায়ায়
জড়িয়ে রাখে
জীবনের সব স্মৃতি
জানে না
সামনে দিন
যেতে হবে চিরতরে
জানি তুমি
এসবই ভাবছ
একা একা
কত কি
ভাবছ তুমি একা তুমি
একা একা
এভাবেই একটি জীবন
বেঁচে থাকে --
বাঁচার স্বপ্ন দেখে চিরকাল. ..
## ১৫ ফেব্রুয়ারি ২০২১। বিকেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন