বহমান ভাষা
ফটিক চৌধুরী
এত বিধিনিষেধের মধ্যেও
জীবন গড়িয়ে যায় ঠিক
শত বাধাতেও থামানো যায় না।
জীবনের গতি প্রতি মূহুর্তে বদলায়
যেমন ভাষা কখনো এক জায়গায়
দাঁড়িয়ে থাকে না
অনেক ভাষা থেকে কিছু শব্দ আহরণ
করে সে ধনী হয়
কত পাখি গান শুনিয়ে যায় ভোরে
বাতাস সে নিজস্ব শব্দে আন্দোলিত হয়
এইসব গান শব্দ ভাষা হয়ে দ্যুতি ছড়ায়।
মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই
বিকল্প নেই মাতৃভাষার
'অমর একুশে' কিংবা 'উনিশে মে'
অনেক রক্ত লেগে আছে মাতৃভাষার বল্কলে
ঐসব লড়াইয়ের ভাষা বহমান নদীর মতো
ধমনীতে রক্তপ্রবাহের মতো
বয়ে চলে নিরন্তর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন