মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৯৩ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৯৩ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা




শব্দব্রাউজ ৯৩ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ১।২। ২০২১ সকাল ৮টা ৪৫মিনিট । ' তুমি ,  ' তাই নিয়ে গড়ে ওঠে শ্রদ্ধা,  প্রেম,  স্নেহ । এই তিন ' তুমি 'কেন্দ্রিক আবেগ আজ সকাল থেকে । তাই নিয়ে প্রহর কাটুক আমি চাই ।


শব্দসূত্র: তোমার জন্য সারা প্রহর


তোমার জন্যে এই সময়ে
তুমি তুমি তুমি তুমি
তোমার জন্যে ই-মেলেতে
শব্দ খরচ করছি আমি ।


তোমার জন্য প্রেমে স্নেহে
দারুণ আছি ফাটিয়ে বাঁচি
তোমার জন্য শব্দব্রাউজ
উতরে দিয়ে হাল্কা হাসি ।


সারা প্রহর এমনি ভাবে
তোমায় নিয়ে সেলফোনেতে ,
হোয়াটসঅ্যাপে  চ্যাট মোডেতে
প্রিয় সময় কোন সুখে যে ।


প্রহর প্রহর ছটফটানি
তুমি তুমি তুমিই তুমি
নিকেশ করি মনবিভ্রম
সবার মাঝে তুমিই দামী ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...