চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৫
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ১৭-০২-২০২১; বিকেল ৫:২০; নদীর ঘাট ৷ পূজার বর্জ্য ৷ নদীর জল ৷ নির্বিকার ৷৷ ছলাৎ ছল ৷ ছলাৎ ছল ৷ শুদ্ধ ধ্বনি ৷ ভাষ্যকার ৷৷ নদীর ভাষাই ৷ কবির ভাষা ৷ নদীই কবির ৷ কাব্য গান ৷৷ সীমার মধ্যে ৷ অসীম খুশী ৷ শুদ্ধ স্রোতে ৷ প্রবহমান ৷৷ কিছু মানুষ ৷ বর্জ্য সরান ৷ ওইতো তারা ৷ এ কোন লোক ৷৷ এ কোন নেশা ৷ নদী প্রেমের ৷ এমন পূজা ৷ ধন্য হোক ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন