বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ১০৮ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১০৮ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ ১০৮ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । সকাল ৮টা ৪০মিনিট ২৪ । ২। ২০২১। আনন্দের যে প্রকৃত মানে তাকে খুঁজে ফেরা এখন জীবনের প্রধান লক্ষ্য ।আনন্দ এলে শান্তি , শান্তি এলে আনন্দ এই দুই রূপ প্রত্যক্ষ করি ।



শব্দসূত্র : সারাক্ষণ আনন্দ যাপন


সারাক্ষণ নিজেকে ধিক্কার দিয়ে মনকে আনন্দে ফেরাই । মন বড় বিক্ষিপ্ত তাই তাকে তো শাসন করতেই হয়!  রাখি কাজে । নিজেকে খুইয়ে ফেলতে কে চায়!  সারাক্ষণ নিজেকে সঁপি অদেখা প্রোজ্জ্বল জীবনের কাছে । যাকে দেখার আকাঙ্ক্ষা পেয়ে বসেছে ।
 


আনন্দই বাঁচাতে পারে । দুঃখকে তুড়ি মেরে নাচিয়ে বেশ আছি । ভালো আছি সমস্ত ছলনা ভুলে থাকতে । আমি কোনওদিন দোসর করবোনা ভুলে ভরা জীবন ।


যাপন যেমনই হোক ভাল হোক  জীবন্ত হোক এই চাই । মেঘের ঘর সাজাই । সময় কাটে । এভাবেতো  আরেক যাপন ঘটে যায় ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...