রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৯ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৯

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

মেদিনীপুর; ২১-০২-২০২১; সন্ধ্যা ৬:৪৭; ভাষা ৷ ভালোবাসার ৷ এই বলে ৷ ডেকে উঠলো পাখি ৷৷ তুমি ৷ আমি ৷ আমরা তার সৌন্দর্যে ৷ ডুব দিতে দিতে ৷ হারিয়ে যাচ্ছি ৷ ঠিকানাহীন ভালোবাসার পথে ৷৷ আমি যদি চুপ থাকি ৷ কথা না বলি ৷৷ কেউ কিছু মনে করছো না তো ৷৷ কথা বলছে ৷ মানুষ ৷ রাজনীতির ভাষায় ৷৷ শুধু শুনছি ৷৷ এন্ড্রয়েডে ৷ ফুটে উঠছে ৷ ফুটেজ ৷৷ বোঝা যাচ্ছে ৷ আমার মাতৃভাষা দিবস ৷ কোন পথে ৷৷ আমি পথিক ৷ আমার হাঁটাচলার ভাষা ৷ বুঝে নিচ্ছে ৷ বন্ধুবর্গ ৷৷ আজ কেউ জানতে চাইলো না ৷ কেন আজ ৷ জানানো হল না ৷ ভাষা দিবসের শুভেচ্ছা ৷৷ কথা বলছে সময় ৷৷ পথিক আমি ৷ হাঁটতে হাঁটতে শুনছি ৷ ভালো লাগছে ৷ পাখিটিকে ৷ মনের ভেতর করে চলেছে ৷ বকম বকম ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...