চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭১
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ১৩-০২-২০২১; সন্ধ্যা ৫:৪০; চিবোতে চিবোতে ৷ নারকেলকুচো ৷ লোকটা হাসছে ৷৷ হাসতে হাসতে ৷ তাকিয়ে আছে রাস্তায় ৷৷ রাস্তা এগিয়ে এলো ৷ শোফার কাছে বসলো ৷ বললো হাঁটো ৷৷ পা বলছে ৷ আর বলবো না ৷৷ এভাবেই একটা গল্প ৷ হয়ে উঠতে চাইছে ৷ কবিতা ৷৷ লোকটা ভাবছে ৷ ভাবতে ভাবতে ৷ হাসছে ৷৷ হাসতে হাসতে লিখছে ৷৷ তার মেয়ে ৷ মশলা মুড়ি খেতে খেতে ৷ গল্প করছে বাবার সাথে ৷৷ লোকটা বলছে ৷ অনেকে ৷ এবং অনেক কিছু ৷ ঘিরে রেখেছে আমাকে ৷৷ চলো হাঁটি ৷ আমার সাথে ৷ হাঁটতো থাকো ৷ সব ৷৷ সিঁড়ি ভেঙে নামছে ৷ নেমে চলেছে আস্ত একটা বিকেল ৷ বিকেলবেলার কবিতা ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন