শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ১০৪ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১০৪ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা





শব্দব্রাউজ ১০৪ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন দুপুর ২-২০ মিনিট । দিন বদলায় রাত বদলায় এভাবে দিন রাতের অদল বদল হতে হতে আমরা এগিয়ে চলি । তার ভেতর থেকে গড়ে ওঠে মুহূর্ত,  ইতিহাস । কালের নিয়মে কিছু হারায় কিছু থাকে । এভাবে ছুটে থাকি অমোঘ উল্লাসে আমরা ।


শব্দসূত্র  : অদল বদল দিন



ছুঁইমুই দিন অদল বদল হলে
তা আমাদের কাছে  কত স্বাভাবিক!
সময় যেখানে কাঁদায় হাসায় তাকেও মেনে
নিই । নিয়মিত ।


দিন বদলের সময়ও হোয়াটসঅ্যাপে
এসে যায় সুপ্রভাত । ফেসবুকে জুড়ে
দেওয়া হয় হাস্যোজ্জ্বল হাজারো ছবি ।
এভাবে পরবর্তী দিনবদলের পর আবার ...


দিন শেখায় সুখ দুঃখ আসা যাওয়া ।
চলমান চিত্রের মতো আসে,  সরে সরে যায় ।
তার ভেতরে গল্পকথা জোড়া দেওয়া হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...