শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৫ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৫

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

মেদিনীপুর; ২৭-০২-২০২১; সন্ধ্যা ৬:২৩; টেবিলের বইগুলো ৷ আনন্দিত ৷ এলোমেলোত্বে ৷৷ খোঁজ ৷ এই শব্দ ৷ আরো একটু এগিয়ে নিয়ে চলেছে ৷ তোমাকে ৷৷ সব আনন্দ ৷ অক্ষরসজ্জা ৷ স্বাচ্ছন্দ্য ৷ মলাটে ৷৷ একটা মেসেজ ঢুকলো ৷ হোয়াটসআপে ৷৷ নোটিফিকেশন বলছে ৷ আমাকে নয় ৷ মনযোগ দাও ৷ বইয়ে ৷৷ ঘড়ির কাঁটা ৷ টিক টিক করে শোনাচ্ছে গান ৷৷ গানের কথায় ৷ সময়ের ছন্দ ৷ বেজে চলেছে অনর্গল ৷ তবে কি খুঁজেই চলেছে কিছু ? হয়তো ! আমি হাঁটতে যাবো বলে ৷ বেরুচ্ছি ৷ বইগুলি পিছু ডাকছে ৷ বলছে গুছিয়ে রাখো ৷৷ কিছু যেন খুঁজছিলাম ৷ প্রতিটি বই জানে ৷ কী খুঁজছি ৷ কিন্তু বলবে না ৷ খুঁজে নিতে হচ্ছে আমাকেই ৷৷ এগিয়ে চলার আনন্দে ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...