বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

কচি হাতের লেখা" বই এর প্রাসঙ্গিকতা || ড. শান্তনু পাণ্ডা

'কচি হাতের লেখা" বই এর প্রাসঙ্গিকতা

ড. শান্তনু পাণ্ডা



ড. অরূপ মজুমদার সম্পাদিত "কচি হাতের লেখা" বইটি ছাত্র ছাত্রীদের চিন্তনকে ও তাদের লেখার লেখনীর বিকাশ ঘটাতে সক্ষম হয়েছে। বিশ্ব জুড়ে করোনা মহামারির আতঙ্কে মানুষ ভীত  সন্ত্রস্ত, ২০২০ মার্চ থেকে আজ পর্যন্ত ভালো নেই আমরা। তবুও বঁচার তাগিদে মানুষ লড়াই করে চলেছে। তারই মধ্যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা চর্চার কনোরূপ ঘাটতি নেই । উত্তর ২৪ পরগনা জেলার  গাইঘাটা ব্লকের "অন লাইন টিচিং" নামক সংস্থা করোনা পরিস্থিতিতে  প্রাথমিক স্তরের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করতে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের শিশুদের গল্প, প্রবন্ধ, কবিতা নিয়ে বইটি সম্পাদনা করেন। শিশুদের নিয়ে শিশু সাহিত্য রচনা -এটি ব্যতিক্রমী উদ্যোগ। বইটির কথামুখ লিখেছেন বিশিষ্ট চলচ্চিত্র ও নাটক পরিচালক দেবেশ চট্টপাধ্যয়। বইটি তে যেমন রয়েছে জয় দাসের "চিনির বদলে নুন" কবিতা, তেমনি স্বায়নদীপ পাণ্ডার প্রবন্ধ "অতিমরী করোনা ও মানুষের জীবন যাত্রা ", আবার শুভম পাইনের "শেয়াল ও বুড়ির" গল্প। বইটি আনুস্ঠানিক উদ্বোধন করেন মেদিনীপুর এর কবিদ্বয় সৌমিত্র রায় ও কবি অরুণ দাস। এছাড়া ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাষা ও ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মহিদাশ ভট্টাচার্য । বইটি শিক্ষক ও অবিভাবকদের শিশুদের প্রতি অবমাননার বিনাশ ঘটাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...