শনিবার, ২৭ মার্চ, ২০২১

দৈন্য-চক্র || দীপক মজুমদার || আজকের কবিতা

দৈন্য-চক্র 

দীপক মজুমদার



  অভাব :

 যে  মেয়েটা অন্তর্বাস  না পড়ে পড়ে

 যৌবনেও বয়সের হাঙ্গামা বুঝতনা কিছুই 

যে মেয়েটা  সারাটামাস আ-তেলা থাকত 

পেটপুরে  নুনপান্তাও পেত না___


অভাবে দিনকেদিন পেত্নীর মত যে মেয়ে 


সে মেয়ে

                 জন্মের  অভাগী !



স্বভাব : 

যে মেয়েটা আধপেটা খেয়ে এটা সেটা চুষত 

একটা দুটো বঁড়শীতে গাঁথা পুঁটির জন্য 

পুকুর-ডোবা ডোবা-পুকুর করে বেড়াত 

যে মেয়ে সারাদিন গরু নিয়ে রোদে পুড়ে 

আমজামতলায় পড়ে থাকত 

 বিকেলে  কোন বৌদির হাতকাজ সেরে 

ঘরে ফিরে

 সাঁজবাতি ছাড়াই রাতের গভীরে ডুবে যেত


অভাব 

            সে মেয়ের স্বভাব খেল ! 



অভিমান : 

যে মেয়ের একূল ওকূল বলতে কেউ নেই 

 যে মেয়ে স্বামীরও দুচক্ষের বিষ 

যার বুকের দিকে  একদৃষ্টে চেয়েই থাকত

 সবাই 

মনের অবস্থা কেউ বুঝতই না __

রোজ 'বেশ্যা' গাল খেয়ে খেয়ে দূর্বিষহ যার জীবন ,


সে মেয়ে 

             শরীর নিয়ে অতশত ভাবত না ___


শুধু অভিমানে নিদ্রাহীন রাত চোখের জল  মুছত !


                          *****

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...