শব্দব্রাউজ ১১৩ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড, কলকাতা , বিপাশা আবাসন ৬।৩।২০২১। বাস্তবের সামনে উল্লাস উচ্ছ্বাস কেমন মিলিয়ে যায় । এ সত্য কি করে মুছি?
শব্দসূত্র: উল্লাসে উচ্ছ্বাসে
১। উল্লাস ভুলে গেলে পানসে জীবনের
সামনে দাঁড়িয়ে । সে জীবন কাম্য নয় ।
২। উচ্ছ্বাস আমাকে জড়িয়ে ক্রমাগত ।
না হলে আনন্দ আসে কোথা থেকে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন