মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

আন্তর্জাতিক নারী দিবস ও স্বাস্থ পরীক্ষা শিবির ড.শান্তনু পাণ্ডা

আন্তর্জাতিক নারী দিবস ও স্বাস্থ পরীক্ষা শিবির

ড.শান্তনু পাণ্ডা



৮ \০৩\২০২১ বিশ্বনারী দিবসে সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে শালবনী  ব্লকের ছোটো পাথর কুমকুমিতে চুনী কোটাল   ট্রাষ্ট মেমোরিয়াল হলে একটি মহিলা স্বাস্থ‍্য সচেতনতা র শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য পরিক্ষা করা হয় ও  সুগার টেস্ট করা হয়। অনুষ্ঠান টি উদ্বোধন করেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডঃ কাঞ্চন ধাড়া মহাশয় তিনি প্রজনন স্বাস্থ্য ও মাতৃত্বকালীন স্বাস্থ্য পরিসেবা বিষয়ে আলোচনা করেন।   স্বাগত ভাষন দেয় ফাউন্ডেশনের সম্পাদিকা পারমিতা সাউ। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক  রোশেনারা খান, নারী দিবসে সম্মান জানানো হয় "সমাজকর্মী ঝর্না আচার্য "কে। ঝর্না আচার্য নারীদের বঞ্চনার কথা , কজের সমান মুল্য ও নারীদের অধিকারগুলি তুলে ধরেন।পাথর কুমকুমি ও গোয়াল ডিহি গ্রামের প্রায় ২০০জন মহিলা উপস্থিত ছিলেন। প্রায় ৮০ জন মহিলা ২০ পুরুষ ও ১৩ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ৮ জন গর্ভবতী মহিলা ও ৭ জন প্রসূতি মাকে চেকআপ করা হয়। চেক আপ করেন ডঃবিদ্যুৎ ভট্টাচার্য, ড: কাঞ্চন ধাড়া , ড: বিশ্বাস, সাহিদা পাঠান। অনুষ্ঠানে ফাউন্ডশনের ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা (গবেষক, শিক্ষক ও প্রাবন্ধিক) কিভাবে শরীর ঠিক রাখতে হয় "নিজের স্বাস্থ্য নিজের হতে"  বিষয়ে বলেন।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত মণ্ডল, ডিরেক্টর 'সময় বাংলা সংবাদ', বি. এম . এইচ শালবনি, সী . এইচ . ও , এ.এন. এম ও আশা কর্মী।ড. বিদ্যুত  ভট্টচার্য, জেনারেল ফিজিসিয়ন,  উপস্থিত ছিলেন গোপাল সাহা, রাকেশ দাস,নরোত্তম দে,মুনমুন ঘোষ,প্রতিমা রানা ,মুক্তি গিরি,পিন্টু সাউ ,ইন্দ্রদীপ সিনহা,সোমা দাস।অনুষ্ঠান টি সঞ্চালন করেন রত্মা দে 

শহরের অন্যতম সংস্থা সাইক্লিয়াস ক্লাবের পাঁচজন সদস্য যোগ দেয় শিবিরে এবং সবাই কে ন্যাপকিন প্রদান করেন সংস্থার সম্পাদিকা নবনীতা মিশ্র। সভাপতির বক্তব্যে উঠে আসে "মেয়েদের কে মেয়ের মতো মানুষ করতে হবে ছেলের মতো কেনো"। মিনাল কোটাল বলেন ভালো উদ্যোগ গ্রামের অনেক মহিলা স্বাস্থ্য বিসয়ে  সচেতন হলেন ও স্বাস্থ্য পরীক্ষা করান। দুপুরে মধ্যাহ্ন ভোজ এর ব্যবস্থা ছিল। শিবিরের মুল বার্তা ছিল ঘরের কজের মূল্য নির্ধারণ ও কম বয়সে মেয়েদের বিয়ে বন্ধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...