শিশু সুরক্ষা ও সামাজিক সচেতনতা শিবির:
প্রতিবেদন ডঃ শান্তনু পাণ্ডা
আজ (০২\০৪\২০২১) সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম বেনাশুলি গ্রামে লোধা শবর পাড়ায় শিশু ও মা দের নিয়ে সকাল ৯ টায় শুরু হয়েছে সচেতনতা শিবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকেশ দাস। সাগত ভাষন দেন সম্পাদিকা পারমিতা সাউ। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটান বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার চ ডঃ সন্ধা ধাড়া মহাশযা। তিনি শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষা নিয়ে সুন্দর ভাবে ব্যাখ্যা করেন। বিশিষ্ট সাহিত্যিক ও সমাজ কর্মী রোসোনারা খান বাল্য বিবাহ ও শিশুস্র্ম নিয়ে সুমধুর ভাষায় আলোচনা করেন। বিশিষ্ট প্রাবন্ধিক, অধ্যাপক ও সমাজকর্মী ড. শান্তনু পাণ্ডা শিশুদের অধিকার নিয়ে আলোচনা করেন। চাইল্ড লাইন (ভারত সরকার) পশ্চিম মেদিনীপুর এর কোঅর্ডিনেটর সুনিল বাউরি মহাশয়ের উজ্জল উপস্থিতি এবং উনার প্রশিক্ষক হিসেবে শিশু ও মায়েদের প্রতি যা বার্তা দিলেন তা খুবই আগ্রহের সাথে শুনেছেন। শিশু ও মা নিয়ে মোট উপস্থিতি ছিল 300 জন। এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন লোধা শবর কল্যান সমিতির মেদিনীপুর সদর ব্লক শাখা। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র নিলয় সমিতির সম্পাদক ও শিক্ষক লক্ষন ওঝা মহাশয়,সময় বাংলা চ্যানেলের কর্ণধার জয়ন্ত মন্ডল মহাশয়,তিনি বলেন যে সমাজে এই ধরনের সচেতনতা র শিবির আরো প্রয়োজন আছে। এছাড়া গোপাল সাহা শিশুদের সুরক্ষা নিয়ে বলেন। উপস্থিত ছিলেন লোধা development cell এর প্রতিনিধি উদয় চন্দ্র কোটাল, মাইনোরিটি সেলেওব্লক সভাপতি সেক এজাবুল, পঞ্চায়েত সদস্য কচি চালক,মেদিনীপুর সদর ব্লকের সদস্য নয়ন দে, লোধা শবর কল্যাণ সমিতির ব্লক সভাপতি জগদীশ মল্লিক। সংকল্প ফাউন্ডশনের সচেতনতার শিবি্রের পাশাপাশি আজ সদস্য শোভন রানা শুভ জন্মদিন ছিল সেই উপলক্ষে১৫০জন বাচ্চাদের কেক, চকলেট, মিষ্টি বিতরন করা হয়ও পেনসিল উপহার হিসেবে দেওয়া হয়। সমাজে যারা নিপীড়িত, অসহায় শিশু তাদের অধিকার থেকে বঞ্চিত ও কি ভাবে তাদের সুরক্ষা নিশ্চিত করা যায় এটাই ছিল মুল বার্তা। আমাদের স্দ্স্য শোভন রানা জন্ম দিন পালন করা হয় কেক কেটে। শোভন সমস্ত শিশুর হাতে কেক, মিষ্টি, চকলেট ও পেনসিল তুলে দেয়। অনুষ্ঠানের শেষে ৪০০ জনের মধ্যাহ্ন ভোজনের আয়োজন ছিল।
প্রতিবেদন ডঃ শান্তনু পাণ্ডা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন