বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

অবসন্তের কবিতা চিরঞ্জীব হালদার

অবসন্তের কবিতা

চিরঞ্জীব হালদার



মা বলেছে 'থুন' এর আগে ' মি' বসানো বারন।
আছে নাকি উপযুক্ত তেমন কিছু কারন।


দ্রাবিড় লিপি লিখতে গিয়ে লেখা হলো 'লিবি'
কে যে কখন  'ডো' বসালো টের পায়নি বিবি।


হতাশ ব্রা'য়ের দিগন্তে রূপ শঙ্খ খিটিমিটি।
নদীকে লেখা অষ্টাদশীর প্রাচীন কোনো চিঠি।

মেঘ করলে আকাশ জুড়ে  যেসব বলা বারন
বসন্ত জাগ্রত দ্বারে বলেনি ভবতারন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...