রবিবার, ১১ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৪৭ || নীলাঞ্জন কুমার

   শব্দব্রাউজ ১৪৭ || নীলাঞ্জন কুমার



 

শব্দব্রাউজ ১৪৭ । নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন  তেঘরিয়া মেন রোড সকাল সাড়ে  এগারোটা ১০।৪।২০২১। ভুলেও যারা ভুল করে না,
তারা মানুষ কিনা সন্দেহ আছে । তাদের নিয়ে চর্চা হয় না । তারা মাত্র কতিপয় ।


   শব্দসূত্র  :  ভুলেও ভুল করে না যারা


ভুলেও যাদের ভুল নেই
তারা
শয়তান না দেবতা  ;
ভাবতে ভাবতেই সময় যায় ।

ভুল যেহেতু মানুষ করে
তাই সব ভুলের খেসারত
তাদের জন্য  ;
নিশ্চিত হওয়ার জো নেই ।

ভুল করে না কেউ ইচ্ছেয়
অগনিত ভুলের হিসেব
কে রাখে?

যারা ভুল করে বেড়ায়
তাদের ঘা মারি
জ্ঞানে অজ্ঞানে ;
অথচ মানুষই কোন না কোন
ভুল করে বসে ।



  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...