শব্দব্রাউজ ১৬৬ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৬৬ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২৯।৪।২০২১। সকাল সাড়ে আটটা । ভ্রমণের নেশা চেপে বসেছে । চল্ পানসি বেলঘরিয়া বলে বেরিয়ে যাওয়া যাচ্ছে না মহামারীর কারণে । সে নেশা দমন করার জন্য আজকের শব্দব্রাউজ ।
শব্দসূত্র : চল্ পানসি বেলঘরিয়া
চল্ চলে যাই অন্য কোথাও
অন্য কোনখানে । একঘেয়ে
জীবনের সঙ্গে বসবাস পোষায়
না ।
পানসি ছাড়বে কে? সেতো মহামারীর
ভয়ে । কারো মুখে হাসি নেই । ভ্রমণ
এখন মনে ।
মনে মনে বেলঘরিয়া পার । এভাবে হ্যাঁ
এভাবে আমার ভ্রমণযাত্রা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন