শনিবার, ১ মে, ২০২১

শব্দব্রাউজ ১৬৭ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

 শব্দব্রাউজ ১৬৭ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar



 শব্দব্রাউজ ১৬৭ ।  নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল আটটা পঁয়তাল্লিশ । পালাবার পথ কোথায় তা খোঁজায়  দিন যায় । সব জায়গায় এক সুখ এক দুঃখ ।


শব্দসূত্র  : কোথায় পালাবে তুমি?

সত্য এই,  পালাতে চাই এমন কোথায় যেখানে প্রতিটি মুহূর্ত পরমানন্দ, প্রতি শ্বাসে সুগন্ধ ।পালাতে চাই মহামারীহীন দিনের কাছে ।সকলের সুখ প্রেম ছুঁয়ে ছুঁয়ে  ভেতরের আনন্দ সামনে আনতে চাই । চিৎকার করে বলতে চাই,  এই আমার চাওয়া ।


পালানোর হাজারো বাসনা থেকে উপায় বেরিয়ে আসে না । গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে বেড়ানোর চিন্তাই সার,  বাস্তবে বন্দি এই গ্রহে ।


তুমি আমি সে সকলের এক চাওয়া জানি, উচাটন মন যে ঘরে রয়না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...