রবিবার, ৩০ মে, ২০২১

পূরবী~৫০, অভিজিৎ চৌধুরী,ধারাবাহিক উপন্যাস,

পূরবী~ ৫০

অভিজিৎ চৌধুরী




   The time has come when badges of honour make our shame..... ১৯১৯ জালিয়ানাবাগের নৃশংস হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করলেন এবং লিখলেন এক জ্বলন্ত প্রতিবাদ পত্র।গান্ধীজীও সেই সময় বলেছিলেন,I don' t want to embarrass Government. 

      প্রতিবাদী রবীন্দ্রনাথের সেই ছবি দেখে চমকে উঠেছিলেন রামেন্দ্রসুন্দর ত্রিবেদী। অ্যান্ড্রুজও কবিকে বলেছিলেন চিঠির ভাষা খানিকটা নমনীয় করতে।
    
    তীর্থ ভাবছিল,মহাকালের সেই ডাক ভারতবর্ষের পটভূমিতে এক অচেনা ছবি।
    
    আজ এই প্রতিবাদ কোথায়! নিজেদের মেরুদণ্ড আছে কিনা খুব কম টের পাওয়া যায়।অনেক সময় মনে হয় মানুষ থেকে সে বুঝি সরীসৃপ হয়ে গেছে।করোনার আগেই সে হারিয়েছে শ্রবণ ঘ্রাণ যাবতীয় সূক্ষ্মতা।
      
     বেঁচে আছে,এটুকু বলা যায়।এই যে অর্থহীন কর্মপ্রবাহ তা কি কোনভাবে বেঁচে থাকাকে মহিমময় করে! সুপ্রভাত  হয় আরেকটা নতুন গ্লানিকে সম্ভাষিত করবে বলেই।
     অতিমারী স্পষ্ট করেছে আমাদের চেয়ে না মানুষের দল এই পৃথিবীর যোগ্য বাসিন্দা।
    
       তীর্থরা এক সময় ভাবত সাম্যবাদ আসবে।তারপরে ভেবেছে সংসদীয় গণতন্ত্র আনতেই পারে প্রজাপালক সরকার।ভুলের পরিমাণ বেড়েছে।আর সুনাগরিক ভেবেছেন,আই ডোন্ট ওয়ান্ট ট্যু এমবারাস গর্ভমেন্ট। তীর্থ মনে মনে ভাবলো ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...