আটপৌরে কবিতাগুচ্ছ- ৪/৩ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
১. এ জন্মেই পাখি হলাম
আঙুল । কাঁদছে। পাখিলেজ ।
কিভাবেকেজানে
পরাণতলির পাগলামি মাথায় ঢুকেছে।
২. হো হো খেলতে খেলতে
চন্দ্র-ফুসফুস। চল্লিশ - মাইক্রোনজাত । মাত্রগ্ৰামীণ ।
দরদামচিহ্ন
ছিঁড়েখুঁড়ে লালপাড় সাদাশাড়ি শান্ত।
৩. অচল কুসুমপ্রস্তাব
গর্ভদন্ড। আকাশরেণু । ধুনবার ।
সাধনে
আমাদের লাইনে ছক্কা তুবড়িসমান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন