সোমবার, ২৪ মে, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৫/৬ || "আই-যুগ"-এর কবিতা || দেবযানী বসু Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৫/৬ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু Debjani Basu


আটপৌরে ৫/৬

১.উড়ে যেতে পার

হুমকি । হুমহুমকি । হুহুম্না ।
           ত্র্যহস্পর্শলাগা
সকাল সন্ধ্যে লাগছে কেমন?

২. কাঁটা চিবানোর সুখ

আলুভাতেভাত । দেয়ালঘেঁষা । তোড়ফোঁড় ।
                        খবরদার
তবু উষ্ট্রদন্তের গঠনতন্ত্র পড়ি।

৩. কবিতা-চাওয়া আকুতি

বিষকন্যা । তেমাথামোড় । অভিশপ্ত ।
                ব্যাঙরাজকুমারি
কবিতা ছিল বুঝি নি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...