সোমবার, ২৪ মে, ২০২১

শব্দব্রাউজ ১৯০ ৷। নীলাঞ্জন কুমার Nilanjan Kumar Shabdo Browse

 শব্দব্রাউজ ১৯০ ৷। নীলাঞ্জন কুমার Nilanjan Kumar



শব্দব্রাউজ ১৯০ । নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২৩।৫।২১। সকাল ৮ টা ৪৫ মিনিট । হালকা মেঘের ভেতর দিয়ে যখন মেঘের  পানসি নিয়ে চাঁদ  ছোটে তখন এক আকর্ষণ । অন্য জগতে নিয়ে যায় ।


শব্দসূত্র  :  হালকা মেঘের পানসি


হালকা মেঘ চাঁদ নিয়ে যাবার সময়
আকাশ আনন্দের । যেন প্রেম করে ।


মেঘের কত রূপ কখনো শাদা কখনো
কালো আবার কখনো রংধনুর বাহার ।
বিচিত্র আকাশ চলচ্চিত্র ।


চাঁদ কি মেঘের পানসি চড়ে যায় ?
চাঁদের উঁকি ঝুঁকি গ্রাস করে মন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...