শনিবার, ১৫ মে, ২০২১

শব্দব্রাউজ ১৮১ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

 শব্দব্রাউজ ১৮১ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar



শব্দব্রাউজ ১৮১। নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা সকাল আটটা ১৪। ৫। ২০২১। সকাল থেকে ছড়ায় পেয়েছে । ছড়ার ভেতর থেকে হাজারো শব্দ কোথা থেকে মনে বাসা বাঁধে ।


শব্দসূত্র  : ছড়াছিত্তির


ছড়া ছড়িয়ে দেওয়ার আগে
নিজের ভেতরে আশ্চর্য রোমন্থন ।
মন ভালো করে দেওয়ার ছড়া কি
অদ্ভুত চরিত্র হয়ে যায়  ! ছড়া গড়িয়ে
দিয়ে অবলীলায় তার গড়ানো দেখি ।



ছড়াকে ছিত্তির করি নিজস্ব খেয়ালে ।
তার থেকে আলাদা মজা!  যখন হা হা
হেসে উঠি তখন বুঝি ছড়াকে ছত্রখান
করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...