শব্দব্রাউজ ১৮৬ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ~ ১৮৬। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১৯ । ৫। ১৯২১সকাল ১০টা ৫০ মিনিট । কবি নন্দিতা আমার সঙ্গে মেঘের মেয়েদের নিয়ে অনেক কথা বলে ।
শব্দসূত্র : মেঘের মেয়েরা
মেঘের বাড়ি দেখভাল করার জন্য কবি নন্দিতা যে মেয়েদের চাকরি দিয়েছে তারা সেই বাড়ি সাফসুতরো করে বসবাস যোগ্য করে তোলে । আমার গোলাপির ওপর আকাশী রঙ করা ঘরের জন্য কেউ নেই । তারা জানে কবির মেঘবাড়ি কেমন পরিচ্ছন্ন হওয়া উচিত ।
মেঘমেয়েরা উড়েঘুরে এসে ঠিক সময়ে নন্দিতার বাড়িটির ভেতরে সাফসুতরো করে আনন্দে ভাসে । গান গায় । পাগলামি করে ।
মেয়েরা এভাবেই তাদের কাজ করে যাবে জানি । কবি নন্দিতা তাদের কাজ নিয়ে প্রশংসা করবে তাও জানি ।
আমার অগোছালো ঘর নিয়ে ওরা অভিযোগ করবে তাও জানি । সেলফোনে কবি নন্দিতা আমায় তা শোনাবে । নিয়মিত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন