বই আলোচনাঃঅচেনা সময়ের কাব্য,অমিতাভ সরকার
দৈনিক বাংলা ডেস্ক
বর্তমান অতিমারীকালীন অচেনা সময়ে
চেনা মানুষের মুখোশের আড়ালে অচেনা মানবমননের সূক্ষ্ম বিশ্লেষণের পাশাপাশি
এই সামাজিক পরিস্থিতিতে মানুষের দ্বন্দ্ব, দ্বিধা, কষ্ট,অর্থ অন্বেষণের জন্য প্রবল জীবন-সংগ্রাম, প্রেম,বিরহ,অনুভাবের এক মনোজ্ঞ দৃষ্টান্ত হিসাবে নিদর্শন রেখে চলেছে অমিতাভ সরকারের কাব্যগ্রন্থ 'অচেনা সময়ের কাব্য'।চৌষট্টি পৃষ্ঠার এই বইএর পঞ্চাশের অধিক কবিতা নতুনত্বের দাবী রেখে চলে,যেখানে ভূমিকাও একটি কবিতা যেখানে বলা হয়েছে,'মনের চোরাকুঠুরীর তালা খুলে গেছে হঠাৎই।চাবিটা তালার গায়ে ঝোলানো।কেউ কি তালাটা আর লাগাবে?'তাছাড়া শিরোনামযুক্ত কবিতায় 'সময়ের আলপিন শব্দ' প্রভৃতি লাইন এবং 'অদ্ভুত খেলা','অর্থনীতির সূত্র','মৎসাবতার','খবরে গণিত' প্রভৃতি কবিতার নামকরণও যথেষ্ট আধুনিক,বাস্তব এবং জীবনধর্মী।কাব্যগ্রন্থের 'জরা','প্রেম','পর্বত-প্রান্তরে র ডাক','আকাঙ্ক্ষা','বিষ','রোজানা ','বৃষ্টি-ছোঁয়া' 'আজব যুদ্ধ','ডাস্টবিন' প্রভৃতি রচনায় কালের অসহিষ্ণুতা,মুঠোফোনে বন্দী ক্ষয়িষ্ণু সমাজ,গৃহকোণে আবদ্ধ জীবন,প্রকৃতিচেতনা,নিসর্গের প্রতি অমোঘ আগ্রহ যেন মনের সমস্ত ক্ষুদ্রতাকে তুচ্ছ করে প্রকৃতির বিশালতায় সামিল হওয়ার ভাবনা কবিচেতনায় চিত্রিত হয়ে ফুটে উঠেছে 'মাটির টানে','মুক্তি ','পারে ফেরা' প্রভৃতি কবিতায়।সমগ্র কাব্যগ্রন্থ জুড়ে যেন এক চেনাজানা রহস্যের অমোঘ খোঁজ চলেছে,যা আমাদের মনের মধ্যেও অবিরতভাবে সন্তরণশীল।বইএর ভাষা সহজ সরল।বইটির দাম এই দুর্মূল্যের বাজারে মাত্র পঞ্চাশ টাকা।পাঠকদের ভালো লাগবে।
বইটির প্রকাশক ওরিয়েন্ট বুক কোম্পানি,৯ শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা-৭০০০৭৩।প্রচ্ছদ এঁকেছেন শ্রী শঙ্খজিৎ জানা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন