মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

অভিজিৎ দাসকর্মকার | চ্যাটমোড-এ লেখা কবিতা | Chat Mode, Avijit Das Karmakar

 # চ্যাট~ব্রাউজ(মোড)

@অভিজিৎ| দাসকর্~মক(আ)র




রেড সিগনাল ||কৌলিন্য মুখোশপরা

মনুষ্যসমাজ [➤] সাবলীল↓

তবুও স্যানিটাইজড

লাল~সবুজ লেবেল ক্রসিং ≈ ঘাম চাপা রুমাল

আদর (cos 90°) || অনায়াসে ফুড়ুৎ(~)

অথচ একপশলা স্বেদনঠোঁট

সাধারন ঘুমগুলো [ ≠ ]  টানটান সময়

ঘাড় ঘোরায় ➤ অর্বাচীন

তাহলে tan 90°= অমিমাংশিত মহব্বতেঁর বাজনা[ ♪ ]

ঠিক ধরেছো,আমার প্রতিবিম্ব || সুদ কষা অঙ্ক

কাল বিকেলেও ↓

ভ্রূর নীচে সাদা-কালো রাত

আর,ভ্রূণের ভগ্নস্তূপ নিয়ে এগিয়ে ( ➤) চোখ | কালসিটে


নিশ্চুপ চোখের কথারাই || দাঁড়িয়ে↓

ঠকাচ্ছিল ≈ গভীর আওয়াজ

তাদের, নত মাথা | সুজনভাজনেসু



*

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...