শব্দব্রাউজ ২০৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar
শব্দব্রাউজ ২০৯ || নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১১।৬। ২১ সকাল সাড়ে আটটা ।
শব্দসূত্র : শিরোনামহীন প্রহসন
যা কিছু শিরোনামহীন তার শিরোনাম
ভাবতে ভাবতে সময় যায় । শিরোনামহীনের
ভেতর থেকে শিরোনাম খুঁজতে গিয়ে তাকে
না পাওয়ার জ্বালায় জ্বলতে থাকি ।
তথাকথিত প্রহসনের ভেতর যেমন কোন
শিরোনামের খোঁজ পাওয়া যায় না । তেমনি
সব প্রশ্নের উত্তরও হয়ে ওঠে না । সারা কবিতার
জন্য যে পরিশ্রম, শিরোনাম তার থেকে বেশি পরিশ্রম
বলে মনে হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন