শব্দব্রাউজ ১৯৯ ৷। নীলাঞ্জন কুমার || Shabdo browse, Nilanjan Kumar
শব্দব্রাউজ । ১৯৯ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১।৬।২১।সকাল সাড়ে আটটা । সলিল চৌধুরীর ' পৃথিবীর গাড়িটা থামাও ' গানটি মনে পড়ছে । অন্য গ্রহ কত কাছে তবু কত দূরে ।
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১।৬।২১।সকাল সাড়ে আটটা । সলিল চৌধুরীর ' পৃথিবীর গাড়িটা থামাও ' গানটি মনে পড়ছে । অন্য গ্রহ কত কাছে তবু কত দূরে ।
শব্দসূত্র : পৃথিবীর গাড়িটা থামাও
১।
পৃথিবীর সব কিছু আহরণ করি
সুখে প্রেমে । তবু অন্য কোথাও
অন্য কোনখানে মন আমাদের ।
অন্য কোনখানে মন আমাদের ।
২।
পৃথিবী গাড়ির ভেতরে যাত্রী
হিসেবে ভাবতে বেশ লাগে ।
কে কোথায় নামছে উঠছে
কেউ জানে না ।
কে কোথায় নামছে উঠছে
কেউ জানে না ।
৩।
গাড়ি স্টপেজ এলেই দাঁড়ায় ।
সে যায় । মিশে থাকে জীবনযাত্রায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন