আটপৌরে কবিতাগুচ্ছ ~১২/৭ || "আই-যুগ"-এর কবিতা
১. খড়খড়ি খুলে চোখে পড়ে
ফিল্মি । নাটকীয়। বাস্তবতা।
আদৌ
কোনো বাড়ি যায় রিক্সাটা ?
২. ঠুকরালে পাখিনামা পাখির
ফেনাফেনা। পিচ্ছিল। রক্তময়তা।
অলিন্দময়তা
স্তম্ভের অন্তরালগুলি চুম্বনের জন্য।
৩. মেঘেদের স্থির করে দাও আকাশ
উদারালীলা। মুদারাঝম্পন। তারাশিৎকার
রক্তধারা
তীর্থরেণুর আদরে দ্বিগুণ বয়।
ফিল্মি । নাটকীয়। বাস্তবতা।
আদৌ
কোনো বাড়ি যায় রিক্সাটা ?
২. ঠুকরালে পাখিনামা পাখির
ফেনাফেনা। পিচ্ছিল। রক্তময়তা।
অলিন্দময়তা
স্তম্ভের অন্তরালগুলি চুম্বনের জন্য।
৩. মেঘেদের স্থির করে দাও আকাশ
উদারালীলা। মুদারাঝম্পন। তারাশিৎকার
রক্তধারা
তীর্থরেণুর আদরে দ্বিগুণ বয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন