কবিতা || অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
পনেরো .
সবুজ শান্তি লিখি
পাতার ভাঁজে
শব্দহীন দুপুর
লিখে রাখি
ছায়া মাখা পথের বাঁক
লালমাটির রাস্তা জুড়ে
ঝোলানো জঙ্গল
অবাক নদী
শুয়ে থাকে , আগন্তুক শরীরে
ষোলো.
আজ
মোহময় সূর্য ভেজা
অন্ধকার
কেঁপে ওঠে
দিব্য অজুহাতে
ইশারা মাখে
নিভৃত আঙ্গুলের ডাক৷
সতেরো.
ঠোঁটের মধ্যে শব্দহীন ঠোঁট
বাতাসের হিমভাব
পুব আকাশের লালচে আভায়
শিউরে ওঠে
ভোরের নরম আলো
ছুঁয়েছে যে পাখি ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন