নীলিমা সাহা-র আটপৌরে ৯১-৯৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
৯১) সমুদ্র ।ঢেউ। ফেনালো-হাসি
অগণন
নেপথ্যে মোচড়ায় নিজেরই পরাভব
৯২) নিরবয়ব জলঘুঙুর উচ্চৈঃস্বরা
সৈকত
পাঠ করে জল-যন্ত্রণা
৯৩) কূর্মপৃষ্ঠ সুপ্রাচীন-জল পরাবাস্তব
চৈতন্যবিহনে
ভাঙে বাংলা হাঁটু জলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন