নীলিমা সাহা-র আটপৌরে ১০০-১০৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
১০০) বটচারারই বিশাল ছায়া
নির্বাণ-নির্যাস
চেতন-স্রোত গর্ভচ্ছায়ায় ঘূর্ণাবর্তে জীবন-মায়া
১০১)আগুন জল রান্নাঘর
অভিকর্ষ-রসায়ন
অনশ্বর চির ছেদহীন আলো
১০২) কামবীজ মুগ্ধতা চিত্রনাট্য
বহুরৈখিক-বাৎস্যায়ন
তামস হিম অন্ধকার দোলাচল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন