বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

ডাক্তার দিবসে সংকল্প ফাউন্ডেশনের প্রয়াস || প্রতিবেদন : ডঃ শান্তনু পাণ্ডা, Sankalpa Foundation

ডাক্তার দিবসে সংকল্প ফাউন্ডেশনের প্রয়াস

প্রতিবেদন : ডঃ শান্তনু পাণ্ডা 



আজ (১\০৭\২০২১) ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। এই দিনে মেদিনীপুর শহরের বেশ কয়েকজন (১৫) ডাক্তার কে সম্বর্ধনা জানালো সংকল্প ফাউন্ডেশন। ১লা জুলাই ডক্টরস ডে  হিসেবে পালন করা হয়। সংকল্প ফাউন্ডেশনের সম্পাদিকা বলেন  এই করোনা পরিস্থিতি তে যারা মানুষকে পরিষেবা দিয়ে চলেছেন তাদের কে আমরা সম্বর্ধনা জানিয়ে খুবই আপ্লুত। তাদেরকে উত্তরিয় দিয়ে পরিয়ে হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যকেট   তুলে দেওয়া হয়। এই রকম  পরিস্থিতি তে যারা শহরে চিকতসা করছিলেন তাদের কে সম্মাননা প্রদান করা হয়  যেমন ড: প্রবোধ পঞ্চধায়ী, ড: কাঞ্চন ধাড়া, ড: কুলদীপ মুখার্জি, ড: অর্নব পালোধী, ডঃ আশীষ হাজরা, ডঃ প্রতীপ তরফদার, ডঃ সন্ধা ধাড়া,  ডঃ এস.কে. হাটুই , ডঃ খামরুই, ডঃ রবি ।  প্রত্যকে  সংকল্প ফাউন্ডেশনের এই  উদ্যোগকে প্রশংসা করেছেন । এবং বলেছিলেন আপনাদের এই সম্মান আমদের কাজকে এগিযে নিয়ে যেতে সাহায্য করবে। সমস্ত স্দ্স্যদের অভিন্দন জানিয়েছেন ডক্টর বাবুরা। এই মহত কাজে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিমা রানা, সম্পাদিকা পারমিতা সাউ, পিন্টু সাউ, অনীশ সাউ, প্রধান উপদেষ্টা গোপাল সাহা, প্রসেঞ্জিৎ দাস, সমীরণ দাস, ডঃ বিদ্যুৎ ভট্টাচার্য ও ডাইরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...