কবিতা || অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
.................
এগারো.
চাঁদ লিখি আজ
শুকনো পাতার বুকে
আগন্তুক আগুন
জ্যোৎস্নাডুব জোনাকীরা
ছুঁয়ে থাকে স্বপ্ন রাত
আর জন্মাবো না বলেই
চিনে নিই
বুনো গন্ধে ম-ম মৃত্যু
সুগন্ধী শরীরের
প্রতিটি বাঁক৷
বারো.
হিমেল বাতাস
লেখা হাত
ঝিঁঝিঁর ডাকে
স্বপ্ন শেখে
মুখর রাত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন