কবিতা || অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
তেরো.
স্মৃতি যেন জীবন্ত ঝরণা
সন্ধ্যে নদী খুলে রাখা রাত
পাতা খুললেই মৃত জ্যোৎস্না
স্বপ্ন সোহাগ ভেজা হাত ৷
...............
শরীরী সফর
শেষে
হলুদ মেঘ
মেখে থাকে
পথ ৷
তৃপ্ত জ্যোৎস্না নামে
ঢেউ খেলানো
নিসর্গ
শরীরে ৷
চৌদ্দ.
সূর্য ফেরত আড্ডায়
ডুবুডুবু
তোকে দেখি চূর্ণী .....
রহস্যময় গুহার অন্ধকারে
চিনে ফেলি বুকের শৃঙ্গ
পরিপূর্ণতা যেন ,
কাল্পনিক সৌন্দর্য
ছুঁয়ে ফেলা
ছুঁয়ে ফেলা
রেশমী হাওয়ার রাত ৷
..................
আজ ইশারায় উড়ে যায় চোখ
তোর শরীরী দেওয়াল জুড়ে
নিভৃতে
এঁকে ফেলি দুর্মূল্য দৃশ্যপট ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন