কবিতা || অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
বাইশ .
তোর বুকে
স্বপ্নছুট ঝরনা
রাতের গন্ধে রাতচরা নদী
তোর বুকে
বাকরুদ্ধ মেঘ ছুঁয়ে ফেলা
বরফগলা বৃষ্টিঘুম
তোর বুকে
স্নেহময় স্তনের গভীরে ...
নীলবর্ণ শ্বাস
আজ.............
হৃদরঙা অক্ষরে
নিভৃতে ছুঁয়ে ফেলি
স্বপ্নখেলা
অন্তহীন আকাশ ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন