অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
একত্রিশ .
এই যে তুই,
হিমেল বাতাসের স্পর্শ
আকাশ মাখা মিঠে রোদ
শরীরের বাঁধ ভেঙে
মনের মধ্যে জোনাকী বুক
এই যে তুই ,
প্রাণ ভেঙে নিভৃত উড়ান
প্রাণ জুড়ে শিখে নিস
অল্প চেনা ঠোঁটের স্বাদ
এই যে তুই,
অরণ্য শেখা অপার নির্জনতা
ভুল পায়ের শব্দে ঝরা দুপুর
রাত ভেজা
সূর্যাস্ত ভেজা রং-এর খেলা
এই যে তুই ,
জ্বলে ওঠা পরিযায়ী আগুন
নরম আলো ভেজা বুক
নীল আকাশের নষ্ট অন্ধকার
এই যে তুই ,
জীবন যে শব্দহীন স্রোত
উধাও মেঘে লেখা গহীন বন
কুয়াসা ভেজা শরীরে
অতৃপ্ত আলাপ
দূরের পাহাড় ছুঁয়ে ফেলিস
শব্দহীন প্রতীক্ষায়
আজ
নিভৃতে
নীরবে
অনায়াসে
মন ভাঙি
মন গড়ি
তোর শৌখিন,
স্তনের ক্যানভাসে ৷ -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন