শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা



Z - চেতনার কবিতা

..............................



চৌত্রিশ .


স্বপ্নকে ছুঁয়ে মিথ্যেই বলি

স্বপ্নহীন হবো না আর

                       কৃষ্ণকলি ৷


১.


তোর মূর্ছনায় জেগে উঠি ৷

ঘুমহীন শরীরে ছোট্ট অবসর ৷

উর্বর ভোর জাগে

নাম না জানা পাখির ডাকে

রূপকথা রাত খুলে,

ইচ্ছে স্বপ্ন 

           লিখে রাখি 

                       রোজ

লিখে রাখি 

         মৌনমুখর 

                নিস্তব্ধ দিন ৷

জলছবি ছুঁয়ে থাকা পাহাড়

মূর্ত মূর্তহীন নদী

প্রজাপতি ছুঁয়ে যায় যে

                             আগুন

কুয়াশা মেঘ ছুঁয়ে থাকি

            অনামি শরীর জুড়ে

সবুজ গালিচায় ভরে নিই

                              মৃত নদী

একফালি সোহাগে

একফালি স্বপ্নহীন সোহাগে ৷


২.


চূর্ণী, নীল  পাহাড়ের

ক্যানভাসে আজ লিখে রাখি ...সে সব সবুজ দিন ৷ অন্ধকার শিখে যাওয়া জোনাকী বর্ণ ৷

মৃত শামুক লিখে রাখে

          শেষ বিদায়ের পথ

              স্বপ্নহীন স্বপ্নের পথ ৷


পঁয়ত্রিশ .


এক জীবনে কত মৃত্যু জমা হলে

তিন সত্যি চেনা যায় নিজেকে?


১.


স্নিগ্ধ কাশের মেঘ মেখে থাকি,

বর্ষাভীরু চোখে ৷

আধো ঘুম অন্ধকারে,

ছুঁয়ে থাকা ইশারায় ৷

তোর শরীরের সবুজ ভাঁজ

খরস্রোতা শীতল হ্রদ

পর্দাভেজা চমক

আহ্লাদ আকাশ যেন 

            খসে পড়ে অনায়াসে

পাহাড়ী গন্ধ বুঁদ

                  তোর ত্রিশূল বুক

চুলচেরা চুম্বনে 

                   ঝরে পড়া রাত ৷


২.


তোর লাজুক ঠোঁটের আলতো  

বাতাসে, লিখে রাখি ফেরারী রোদের গন্ধ ৷

ঝুলন্ত চাঁদে পাতা ঝরার ছন্দ

দুরন্ত প্রাণ

ক্লান্ত জ্যোৎস্নায় গভীর 

                         গোপন স্নান ৷


.........


বল চূর্ণী ,

এক জীবনে

কত শত মৃত্যু জমলে

সত্যি সত্যি চেনা যায় 

                      নিজেকে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...