অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
আটত্রিশ .
একদিন শূন্য হবো জেনেও
শূন্যতা নিয়ে বসে থাকি রোজ
...............................
তোর মনে পড়ে ... অসংখ্য উদাস তারা আর নির্মেঘ আকাশের নিচে সে সব সবুজ আর্তনাদ ?
পাহাড়-জঙ্গল - পাথরে হয়ে ওঠা দুটি মানুষের , হলুদ নিঃশ্বাসে, সে সব একাত্ম মৃত্যুলিপি ?
চমৎকার চাঁদ যেন রহস্যময় হয়ে উঠেছিল তোর পলাশ শরীরের বিন্দুতে বিন্দুতে ৷
এই বোধহয় বিন্দুতে সিন্ধু খোঁজা ৷
এই বোধহয় সিন্ধুডুব ছমছমে জ্যোৎস্নায় আগুন শরীরের শীতসাঁতার ৷
আজ লিখি :
আমাদের নগ্ন নির্জন শরীর জুড়ে অগুনতি চাঁদের চাদর ৷ আর দীর্ঘশ্বাস ভেজা সে সব পলাশমুখর দিনলিপি৷
ঊনচল্লিশ .
তোর শরীরের লাল মাটির পথ পেরিয়ে জঙ্গল৷
তুলোর শরীরী ভাঁজে শিশির ভেজা বুনো ফুল ৷
বুকের পাতাদের ফাঁক দিয়ে ঝরে পড়া
সূর্য ৷
বুনো গন্ধে জমে ওঠা ছায়ায় বন্য হই ৷ ঝিঁঝিঁরা নেমে আসে নাম না জানা পাহাড় বেয়ে ৷ মৃত্যু লিখি জংলি জলে ৷
লিখি - চাঁদহীন রাত
শীত পাখিদের ডানা
কালচে নীল আকাশের ইশারায়, খসে পড়া তারা৷
সতর্ক পা ফেলে অজানা ফুল
বাতাস ভেজে,
বৃষ্টি ভেজা সেই কিশোরীগন্ধে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন